১০ টাকার নতুন নোট বাজারে আসছে

bangladesh-bank.jpg

১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার

অর্থনৈতিক প্রতিবেদকঃ আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বাজারে ছাড়া হচ্ছে নতুন ১০ টাকার নোট।

আজ সোমবার(১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, নতুন এই ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে ১০০% কটন কাগজের তৈরি। নোটটিতে নতুন নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত বিদ্যমান ডিজাইন রয়েছে।

গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত নতুন এ নোটটিতে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং এবং ডিজাইন অপরিবর্তিত রেখে নিরাপত্তা কাগজ ও নোটের সম্মুখভাগের বাম পাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে। নতুন এ নোটটি শতভাগ কটন কাগজে মুদ্রিত।
এছাড়া নতুন সংযোজিত নিরাপত্তা সুতাটি ২ মি.মি. প্রশস্ত এবং এতে বাংলায় স্বচ্ছভাবে “$১০ (দশ) টাকা” সরাসরি এবং উল্টোভাবে লেখা রয়েছে। যা নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ বা আংশিক ভাবে অবস্থান করবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে উঠানো সম্ভব হবে না। নোটটি বিভিন্ন দিকে ঘুরালে বা কাত করলে সুতার রং ম্যাজেন্টা হতে সবুজে পরিবর্তিত হবে।

এই নোটটি মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক এর অন্যান্য অফিস হতে ইস্যু করা হবে।

নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত থাকা ১০ টাকা মূল্যমানের অন্যান্য নোটগুলোও বৈধ ব্যাংক নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top