ভোলায় আগুনে দিনমজুরের বসতভিটা পুড়ে ছাই

ভোলায় আগুনে দিনমজুরের বসতভিটা পুড়ে ছাই

আকতারুল ইসলাম আকাশঃ ভোলায় অগ্নিকাণ্ডে মো. বিল্লাল হোসেন নামে এক দিনমজুরের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (১৩ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিল্লাল ওই গ্রামের মো. ইউনুস মোল্লার ছেলে।

ভোলা সদর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কিসের থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত বিল্লাল জানান, প্রায় ৩ মাস আগে একটি এনজিও সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ঘরটি উত্তোলন করেন। বিল্লাল অবিবাহিত হওয়ায় ওই ঘরে সে একাই বসবাস করতো।

প্রতিদিনের ন্যায় ঘটনার দিনও সে কাজের উদ্দেশ্যে বাহিরে ছিলেন। ঘরটি তালাবদ্ধ ছিল। হঠাৎ রাত ৮টার দিকে তাঁর চাচাতো ভাইয়ের কাছ থেকে মুঠোফোনের মাধ্যমে অগ্নিকাণ্ডের খবরটি তিনি শুনতে পায়।

খবর শুনে বাড়িতে এসে দেখেন আগুনের লেলিহান শিখায় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে তাঁর প্রায় দেড় লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top