দোষ কি শুধু অসহায় ডিঙ্গি নৌকার জেলেদের?

দোষ কি শুধু অসহায় ডিঙ্গি নৌকার জেলেদের ?

আফজাল হোসেনঃ ভোলা থেকে প্রতিদিন পুলিশের উপস্থিতিতে অভায়াশ্রম নিষিদ্ধ এলাকান মাছ ঢাকা যাচ্ছে।

নৌ ও থানা পুলিশকে জানালেও তারা এরিয়ে যাচ্ছে। পুলিশ ঘাটে দ্বায়িত্বে থাকা অবস্থায় যাচ্ছে।


লঞ্চে মাছের ঝুড়ি। সরকারি আইন অমান্য করে মাছ ঢাকায় যাচ্ছে।

নৌ পুলিশের বরিশাল অঞ্চলের পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছে লাভ হচ্ছে না। ইলিশা নৌ থানান ওসি নিজে লঞ্চে উঠে নেমে আসেন। জানতে চাইলে বলেন নজরে আসলে ব্যবস্থা নিবেন। আসলে সবই হচ্ছে ম্যানেজ করে।

প্রশ্ন হচ্ছে তা ছোট ডিঙ্গি নৌকার জেলেদের দরে জেল জরিমানা কেন দেয়া হচ্ছে?

প্রকাশ্যে ঢাকা যাচ্ছে থানার পাশে ঘাটে হাক ডাক দিয়ে বিক্রি হচ্ছে।

দোষ কি শুধু অসহায় সাধারন জেলেদের ? কোস্টগার্ড, মৎস্য কর্মকর্তারা সবাই কি তা হলে ম্যানেজ।?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top