জাটকা ইলিশ রক্ষায় রাজধানীর যাত্রাবাড়ী মৎস্য আড়তে র‌্যাবের অভিযান

জাটকা ইলিশ রক্ষায় রাজধানীর যাত্রাবাড়ী মৎস্য আড়তে র‌্যাবের অভিযান

নগর প্রতিবেদকঃ জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ০৫ লক্ষ টাকা জরিমানা ও ০৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান সহ প্রায় ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়।

আজ ২৫ ফেব্রুয়ারী ২০২২তারিখ রাত ০৩:৩০ ঘটিকা হতে দুপুর ১২:১০ ঘটিকা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে ০৬টি আড়ৎ এর মধ্যে রিত্তিকা ফিস আড়ৎকে নগদ- ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ফ্রেন্ডস ফিস আড়ৎকে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, আহসানিয়া মাছ আড়ৎকে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, লাবিব মৎস্য আড়ৎকে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা করে সর্বমোট ০৫ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন এবং যাত্রাবাড়ী মৎস্য আড়ৎ ও সালাম ফিস আড়ৎ এর ০৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত ০৬টি আড়ৎ এর মোট ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেন এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে জব্দকৃত জাটকা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতারণ করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, সরকারের নিষেধাজ্ঞাকে অমান্য করে বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করে আসছে।

এদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্য আদালত। অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top