বোরহানউদ্দিনের হাকিমুদ্দিনে ২০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার জেলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাটে কুখ্যাত অবৈধ মাছ ব্যসায়ী,গলদা ও বাগদা রেনু পাচার কারী, মাতাল নিষিদ্ধ মদখোর, ফরিদ দালালের গদি ঘরে জুয়া খেলা অবস্থায় ২০ জুয়াড়িকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন পুলিশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) গভির রাতে হাকিমুদ্দিন মাছঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগেও অবৈধ কাজের জন্য ফরিদ দালাল একাধিক বার জেল খাটে।
আটককৃতরা হলো
১,বশার(৪৫)
২, রিপন (২৮)
৩, ইলিয়াস( ২৮)
৪, হাসনাইন (২৪)
৫, সবুজ(২৬)
৬, ফিরোজ (৪০)
৭, মিলন (৪০)
৮, নুরেআলম(৪০)
৯, রহিম( ৫২)
১০, আমীর চৌধুরী (৩২).
১১, ইকবাল(৩৫)
১২, রাজিব (৩৫)
১৩, সেলিম( ৩৫)
১৪, ইমাম( ২৫)
১৫, জসিম (৩৫)
১৬, খোকন( ৩০)
১৭,শাহেআলম( ৪৪)
১৮, ইব্রাহিম (৪৫)
১৯, আঃ মালেক ওরফে মানিক সওদাগর (৪৩)
২০, নসু মিয়া(৭০)
জুয়া আইনের ৩/৪ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে ২০জনকে ভোলার আদালতে প্রেরণ করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন ফকির বিপিএম গণমাধ্যমে জানান।