ভোলার দৌলতখানের দুদকের ডাটা এন্ট্রি অপারেটর কবির হােসেনকে চাকরির থেকে অপসারণ

PicsArt_12-15-08.47.03.jpg

ভোলার দৌলতখানের দুদকের ডাটা এন্ট্রি অপারেটর কবির হােসেনকে চাকরির থেকে অপসারণ

সাগর চৌধুরীঃ মােঃ কবির হােসেন, পিতা: মােঃ শাহ আলম, সাং- চরপাতা, থানা: দৌলতখান, জেলা: ভােলা কর্তৃক গত ২৫/০৩/২০২০ তারিখে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে দুর্নীতি দমন কমিশনে যােগদান করেন। চাকরিতে যােগদানের নিমিত্ত পুলিশ ভেরিফিকেশন সংক্রান্তে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ভােলায় পত্র প্রেরণ করা হলে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ভােলা থেকে জানান যে, প্রার্থী জনাব মােঃ কবির হােসেন বাংলাদেশ নৌবাহিনী, হাসপাতাল গেট, চট্টগ্রাম ঠিকানায় সৈনিক পদে চাকরি করতেন এবং ২০১৭ সালে বাংলাদেশ নৌবাহিনী হতে চাকরিচ্যুত হয়েছেন ;

বাংলাদেশ নৌবাহিনী, অবসরপ্রাপ্ত নাবিক ডকুমেন্টেশন অফিস (এডহক), ঢাকা সেনানিবাস, ঢাকা থেকে জানা যায়, জনাব মােঃ কবির হােসেন, এবি (বরখাস্ত) কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিবাহ বন্ধনে আবদ্ধ এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার কারণে নৌবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়। এ পরিপ্রেক্ষিতে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে তাকে নৌবাহিনীর চাকরি হতে বহিষ্কার করা হয়।

দুর্নীতি দমন কমিশনের নিয়ােগ বিজ্ঞপ্তি ০৪.০১.০০০০.১০৪.৭২.০০৫.১৯-৩৩৯৩২ তারিখ: ০২/০৯/২০১৯ এর শর্ত নম্বর ১১(খ) তে বর্ণিত আছে যে, যদি কোন প্রার্থী বাংলাদেশী নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযােগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার যােগ্য বিবেচিত হবেন না।

মােঃ কবির হােসেন কর্তৃক নৌবাহিনীর চাকুরি হতে বহিষ্কার হওয়া সত্ত্বেও তিনি তা গােপন রেখে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে দুর্নীতি দমন কমিশনে চাকরির জন্য আবেদন করে নিয়ােগপ্রাপ্ত হন এবং

দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ এর ৭(২)(ক) বিধি অনুসারে আচরণ ও কর্ম সন্তোষজনক না হলে কমিশন কর্তৃক শিক্ষানবিসের চাকরি অবসানের ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে বিধিমালার ৫৪(১) বিধি অনুসারে কোন কারণ প্রদর্শন না করে এবং এক মাসের নােটিশ প্রদান না করে অথবা উক্ত নােটিশের পরিবর্তে এক মাসের বেতন প্রদানের বিধান রয়েছে ;

শিক্ষানবিস ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর জনাব মােঃ কবির হােসেন-কে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ এর বিধি ৫৪(১) অনুযায়ী ১ মাসের বেতন প্রদানপূর্বক বিধি ৭(২)(ক) অনুসারে কমিশনের অনুমােদনক্রমে তার চাকরির অবসান ঘটানাে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top