প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শেষ কর্মদিবস আজ

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শেষ কর্মদিবস আজ

সাগর চৌধুরীঃ অবসরে গিয়ে সাংবাদিকদের মিস করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আদালতে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শেষ কর্মদিবস ছিল।

প্রধান বিচারপতি বলেন, বিচারপতি যারা আসবেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের ভাল জ্ঞান থাকা দরকার। অনেক রায়ের মধ্যে হয়তো মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখতে হবে। এই লাইব্রেরি তাদের রায় লেখার জন্য সহায়ক হবে। কারণ এখানে এমন সব বই রাখা আছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কোন রায় যখন হবে তখন পরিপূর্ণভাবে লিখতে পারবে।

অবসর নিয়ে জানতে চাইলে সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমার কাজ শেষ। এখন অবসর জীবনযাপন করবো। আমি একা একা কাটাবো। কেউ সাক্ষাৎকার (সাংবাদিকরা) নিতে চাইলে দিবো না।

আরেক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, আপনারা আমাকে আপন মনে করে অনেক বেশি লিখেছেন। আমি এটা অনুভব করেছি। অনেক সময় রাতে ঘুমাতে পারিনি। আমারও সাংবাদিকতার কার্ড ছিল (এক সময়ে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন তিনি)। তাই অবসরে গিয়ে সাংবাদিকদের খুব মিস করবেন বলেও জানিয়েছেন তিনি।

এসময় সুপ্রিম কোর্ট আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top