সোনালী ব্যাংকের জিএম; এজিএম ও সিইও সহ ১১ জনের কারাদণ্ড

PicsArt_12-26-09.01.31.jpg

সোনালী ব্যাংকের জিএম;এজিএম ও সিইও সহ ১১ জনের কারাদণ্ড

আদালত প্রতিবেদকঃ জালিয়াতি করে এক কোটি ৪২ লাখ টাকা ঋণ নেওয়ার অভিযোগের মামলায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (২৬ ডিসেম্বর) বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আরিফুজ্জামান এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ডিএন স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান মোতাহার উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান জন, পরিচালক ফাহিদা হক, সোনালী ব্যাংকের এজিএম সাইফুল হাসান, সোনালী ব্যাংকের জিএম মীর মহিদুর রহমান, এমডি ননী গোপাল নাথ, ডিজিএম শেখ আলতাফ হোসেন, ডিজিএম মোহাম্মদ শফিজ উদ্দিন আহমেদ, এজিএম কামরুল হোসেন খান, ডিএমডি মোহাম্মদ মাইনুল হক ও সিইও হুমায়ুন কবির।

রায়ে পৃথক দুই ধারায় আসামি মোতাহার, শফিকুর ও ফাহিদাকে মোট আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় সাজা একসঙ্গে চলবে বিধায় তাদের পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে। এছাড়া অপর আট আসামির তিন বছর করে কারাদণ্ড দেন আদালত।

জালিয়াতি করে ঋণ নেওয়ার অভিযোগে রাজধানীর রমনা থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top