বিজয় – শাহানা সিরাজী

PicsArt_12-18-09.22.28.jpg

বিজয় – শাহানা সিরাজী

বিজয় তুমি পিচঢালা কোন পথে আসোনি
জোছনাপ্লাবিত কোন রাতে আসোনি
দুধমাখা ভাত খেয়ে আসোনি
প্লেন কিংবা রকেটে চড়ে আসোনি
তোমার পথে ছিলো চন্দ্রগ্রহন ছিলো সূর্যগ্রহন
কোন জোতিষী আগে বলেনি
তুমি এসেছো বঙ্গবন্ধুর হাজার রাতের কারাগারজীবন বেয়ে তুমি এসেছো বায়ান্না, ছেষট্টি , ঊনসত্তর, সত্তরের আগুনঢালা পথ বেয়ে
একাত্তরের ঝ্ড় সয়ে
তুমি এসেছো হাজারো মায়ের কোল খালি করে
তুমি এসেছো প্রিয়ার হাসি গিলে, বোনের কান্নায় চড়ে
মায়ের অপেক্ষার অশ্রুতে ভিজে
পিতার দীর্ঘশ্বাস চেপে
তুমি এসেছো রাজপথের চিৎকার নিয়ে শত্রুর হুঙ্কার উপেক্ষা করে
বুলেটের নির্মমতায় বিসর্জন দিয়ে
বুড়িগঙ্গার জলে ভেসে আসোনি
পদ্মা-মেঘনা-যমুনার কলতানে আসোনি
এসেছো রক্তের রঙে রঞ্জিত হয়ে
তাই তো কৃষ্ণচুড়া লাল, শিমুল -পলাশ লাল!
ঝাঁঝরা করা বুকের গণকবরের আর্তনাদেমিশে আছে তোমার আগমনী বার্তা।
বিজয় তুমি কেবল শব্দ নও
তুমি আমার বাংলাদেশের সুখ-দুঃখের ইতিহাস
আমার স্বাধীন পথচলার অঙ্গীকার
আমার কাজের অধিকার
আমার স্বপ্ন দেখার অধিকার
আম্মার পানমাখা হাসির অধিকার
আমার সন্তানদের আকাশ ছোঁয়ার অধিকার
বিজয় তুমি সহজ কোন শব্দ নয়
তুমি ইতিহাস তমি আমার মুক্ত শ্বাস।
বিজয়
বিজয় তুমি পিচঢালা কোন পথে আসোনি
জোছনাপ্লাবিত কোন রাতে আসোনি
দুধমাখা ভাত খেয়ে আসোনি
প্লেন কিংবা রকেটে চড়ে আসোনি
তোমার পথে ছিলো চন্দ্রগ্রহন ছিলো সূর্যগ্রহন
কোন জোতিষী আগে বলেনি
তুমি এসেছো বঙ্গবন্ধুর হাজার রাতের কারাগারজীবন বেয়ে
তুমি এসেছো বায়ান্না, ছেষট্টি , ঊনসত্তর, সত্তরের আগুনঢালা পথ বেয়ে
একাত্তরের ঝ্ড় সয়ে
তুসি এসেছো হাজারো মায়ের কোল খালি করে
তুমি এসেছো প্রিয়ার হাসি গিলে, বোনের কান্নায় চড়ে
মায়ের অপেক্ষার অশ্রুতে ভিজে
পিতার দীর্ঘশ্বাস চেপে
তুমি এসেছো রাজপথের চিৎকার নিয়ে শত্রুর হুঙ্কার উপেক্ষা করে
বুলেটের নির্মমতায় বিসর্জন দিয়ে
বুড়িগঙ্গার জলে ভেসে আসোনি
পদ্মা-মেঘনা-যমুনার কলতানে আসোনি
এসেছো রক্তের রঙে রঞ্জিত হয়ে
তাই তো কৃষ্ণচুড়া লাল, শিমুল -পলাশ লাল!
ঝাঁঝরা করা বুকের গণকবরের আর্তনাদে মিশে আছে তোমার আগমনী বার্তা।
বিজয় তুমি কেবল শব্দ নও
তুমি আমার বাংলাদেশের সুখ-দুঃখের ইতিহাস
আমার স্বাধীন পথচলার অঙ্গীকার
আমার কাজের অধিকার
আমার স্বপ্ন দেখার অধিকার
আম্মার পানমাখা হাসির অধিকার
আমার সন্তানদের আকাশ ছোঁয়ার অধিকার
বিজয় তুমি সহজ কোন শব্দ নয়
তুমি ইতিহাস তমি আমার মুক্ত শ্বাস।

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top