বরিশালে ভূমিদস্যু চেয়ারম্যান শহীদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

বরিশালে ভূমিদস্যু চেয়ারম্যান শহীদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা!

বরিশাল প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগকে কলঙ্ক মুক্ত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর উদ্যোগে ও আগাছা মুক্ত করার নির্দেশনায় যখন দেশের তথ্যপ্রতিমন্ত্রীর মন্ত্রিত্ব হারাতে হয় ঠিক তখনও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের হিন্দুদের বাড়িঘর দখল, স্কুল শিক্ষকের জমি দখল করে ইটভাটা গড়ে তোলা, সরকারি চাল চুরির মত ঘৃণ্য কর্মকান্ডের পাশাপাশি এলাকার মানুষের কাছেভূমি সন্ত্রাস হিসেবে চিহ্নিত ঘৃণ্য একজন ব্যক্তি বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগকে কুলষিত করেছে দিনের পর দিন।

চেয়ারম্যান পদ আঁকড়ে থাকার পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের সদস্য’ র মতো গুরুত্বপূর্ণ পদ আঁকড়ে ধরে রেখেছেন এই ভূমি সন্ত্রাস শহিদুল ইসলাম হাওলাদার।

সম্প্রতি হিন্দুদের বাড়িঘর দখলের অভিযোগে একটি মামলার প্রেক্ষাপটে ভূমিদস্যু এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বরিশালের আদালত।

দাড়িয়াল ইউনিয়নের কামারখালী বাজারের সন্নিকটে স্বর্গীয় সুনীল পালের ভিটা বাড়ি সহ প্রায় ৬.২ একর জমি জাল দলিল করে শহীদ হাওলাদারের মৃত মা শামছুন নাহারের নামে করে নেন। এই অভিযোগে সুনীল পালের ভাইয়ের ছেলে নয়ন পাল মামলা আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় সহিদুল ইসলাম হাওলাদারকে তার সপরিবারে কোর্টে হাজির হাওয়ার নির্দেশ দেয় আদালত।

কিন্তু ১২ ডিসেম্বর রবিবার আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিজ্ঞ আদালত।

মামলার বাদী সুনীল পালের ভাইর ছেলে নয়ন পাল সংবাদমাধ্যমকে মুঠোফোনে নিশ্চিত করেন। মামলা নং সি আর ৪৬৯/১৯ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোট বরিশাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top