‘বোরহানউদ্দিন বাধন স্কুলে’ছাত্রের টাকার জন্য পরিক্ষা বাতিল; প্রতিবাদ ও নিন্দা’র ঝড়

PicsArt_06-22-04.34.42.jpg

‘বোরহানউদ্দিন বাধন স্কুলে’ছাত্রের পরিক্ষা বাতিল;প্রতিবাদ ও নিন্দা’র ঝড়


“‘বোরহানউদ্দিন বাধন স্কুল’ নামে খ্যাত প্রাইভেট এই প্রতিষ্ঠানে বর্তমানে চলছে টাকার ছড়াছড়ি! টাকা ছাড়া মিলছে না কোন ছাত্র-ছাত্রীদের পড়ালেখা এমনকি পরিক্ষাও। সম্পত্তি রিমেল নামে একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রের মাত্র ২ মাসের বেতন ও পরিক্ষার ফি বকেয়ার জন্য পরিক্ষার হল থেকে বিতারিত করে এবং স্কুল থেকে বের করে দেয়। এমন একটি অশোভনীয় ও অমানবিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এমন আরও অনেক পোষ্ট নেটদুনিয়ায় ভাসছে।

একটি স্কুলের বাচ্চার টাকা জমা দিতে না পারার কারণে
স্কুল ছাত্রের পরিক্ষা বাতিল করছে?

আজকের বিষয়টি নিয়ে আরও অনেকেই লিখেছেন। প্রতিবাদ করেছেন।


ফেইসবুকে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। একটি অবুঝ শিশু। পরিক্ষা দিতে পারবে না। টাকার জন্য।

একজন গণমাধ্যম কর্মির সন্তানের লেখাপড়া যে খরচ তা আয় করতেই কত কষ্ট। আমরা কেউ দেখি না। সত্যি কেউ দেখি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top