মাহির আশহাব লাবিব ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১’মনোনীত হয়েছে

মাহির আশহাব লাবিব ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১’মনোনীত হয়েছে

ভারী মিষ্টি ছেলে! দু’হাতে গীটার বাজিয়ে মন মাতাল করা গায়ক মাহির আশহাব লাবিব এবারে জাতীয় পর্যায়ে ’ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১’ এর জন্য সাধারন বিভাগে শ্রেষ্ট ব্যক্তি উদ্যোগ হিসাবে মনোনীত হয়েছে।

মাহির আশহাব লাবিবের আবিস্কার’গ্যাস লিকেজ ডিটেক্টর’। এক সেকেন্ডের মধ্যে মাত্র (১/১০) সময়ের মধ্যে সিলিন্ডারের গ্যাস লিকেজ সনাক্ত করতে পারে।

মাহির আশহাব লাবিব ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য সমাপ্ত এস.এস.সি.পরীক্ষার্থী। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার সরকারি আবদুল জব্বার কলেজের কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক এ এইচ এম কামালের ছেলে।

জাতীয় পর্যায়ে ’’ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১ এর জন্য সাধারন বিভাগে শ্রেষ্ট ব্যক্তি উদ্যোগ হিসাবে মনোনীত হয়েছে।

দু’হাতে গীটার বাজিয়ে মন মাতাল করা গায়ক মাহির আশহাব লাবিব।

আগামী ১২ ডিসেম্বর রবিবার বঙ্গবন্ধু আর্ন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পুরস্কার গ্রহন করবে মাহির আশহাব লাবিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top