একান্তই তোমার – শাহানা সিরাজী
বলতে চাই কতো কথা, কথারা উড়ে যায়
দেখতে চাই আকাশ নীল
মেঘ এসে ঢেকে দেয়
ধরতে চাই বাতসের হাত
ঝরে যায় পাতার সাথে
কেন সব এলোমেলো হয়?
কেন হয়?
প্রাত্যহিক তৈজস
অনুভূতির চিলেকোঠায়
যত্নে তুলে রাখতে গিয়ে হোঁচট খাই
দ্বিধা নাকি বিচলক
থমকে যাই
সামনে নাকি পেছনে!
সোজা নাকি উলটো!
বুঝতে বুঝতে ঝরে পড়ি
চেনা উঠানে
সেখানে কেবলই তুমি
প্রিয়তম যুবক,
বার বার ডিগবাজি
বার বার ডিলফিন
ভেসে উঠি
তোমার চোখে
একান্তই তোমার চোখে…
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ, পিটিআই
মুন্সিগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।