মেয়র জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত – স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রী জানান, গাজীপুরের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে। আজকের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। সেখানে একজনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর আগে গাজীপুর সিটির জন্য তিন সদস্যে প্যানেল মেয়র গঠন করা হয়।
মন্ত্রী আরও বলেন, মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অনেকে অভিযোগ করেছেন। নিয়ম অনুযায়ী কোনো মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেওয়া হলে আগে তাকে সাময়িক বরখাস্তে করার বিধান রয়েছে। তাই তাকে সাময়িক বরখাস্ত করেছি।
এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ১৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।