২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবির ছুটি

২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবির ছুটি

বিশেষ প্রতিবেদকঃ সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবির (সা.) ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে আগামী ২০ অক্টোবর (বুধবার) পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন্স-এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশে ৩৭ নম্বর ক্রমিকের বিধানে দেওয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে সরকারি ছুটি আগামী ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর পুনর্নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে ২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যে সব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে নিয়ন্ত্রিত হয় বা যে সব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি পুনর্নির্ধারণ করবে। মুসলিম ধর্মাবলম্বীরা ১২ রবিউল আউয়াল মহানবি হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের জন্ম ও ওফাত দিবস হিসেবে পালন করে। সেই হিসেবে আগামী ২০ অক্টোবর হবে ১২ রবিউল আউয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top