অধিকার – শাহানা সিরাজী

PicsArt_09-04-11.36.00.jpg

অধিকার – শাহানা সিরাজী

অধিকার
অধিকার লঙ্ঘিত হয়েছে অতীত
মানুষ হয়েছে ক্রিতদাস!
মানুষের সামনেই মানুষ হয়েছে খোজা
বোবা,শেকলের আঘাতে রক্তাক্ত মানবতা
কাতরাতে কাতরাতে আব্রাহামের হাতে পড়ে
ধরলো নতুন মূর্তি!

এখনো শেকলের আঘাত
এখনো পাথরের আঘাত
এখনো ভাতে কাঁকর পড়ে
আধুনিক ফর্মেটে!

আভিজাত্যের নামে প্রভুগিরি!
বসের নামে নতুন মালিক!
বাংলার বদলে স্প্যানিস
নতুন বোতলে একই মাদক!

মানুষের কাছেই মানুষ বন্দি
মানুষে মানুষেই ফন্দি

আইনের নামে জটিল শৃঙ্খল
অদৃশ্যের নামে সুকঠিন শৃঙ্খল!
যদিও অদৃশ্য সাম্যের গান গায়
তথাপিও হৃদয়কে কলুষিত করে
কেবল আচার-কালচারের মহড়া দেয়!

মানুষের মুক্তি কোথায়?
দিনশেষে কে হিসাব করে
ঠকিয়েছে কাকে!

শাসন-শোষনের মোড়কে
হারুন-বাবর-আকবর-প্রতাপসিংহ
সবই স্বার্থেই হরিহর মেলা
নিরীহ চিরকাল “বোবার শক্র নেই “প্রবাদে চুপ!

কলম এক কুটিল জড়পদার্থ!
যার হাতে যায়
তার মতো বাজে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top