বসন্ত আসে
শাহিনা খাতুন
একদিন থাকবোনা তোমাদের মাঝে
ঠিক তোমরাও আমারই মতন
হারিয়ে যাবে
কোন এক অচেনা ঠিকানায়
স্রষ্টা নিয়ত সৃষ্টি করে চলেন নতুন কিছু
আমি পুরাতন বলে
ঝরা পাতার মত ঝরে যাব
পৃথিবীর গহবর পুরাতন বলে নিয়ে নেবে আমায়
তবুও বসন্ত এসে দোলা দেবে
আমার মত কোন অতি সাধারণ নারীকে
আমি সাধারণ বাঙালী মেয়ে
প্রতিবার বসন্তে লাল টিপ পরে
ঘুরে ফিরে মেলায় বেড়ানো
এক সাধারণ মেয়ে
বসন্তের অপেক্ষা করেছি বহুদিন
টিপের পাতাটাকে সযতনে আগলে রেখছি
প্রতিদিনকার অফিস সংসার সন্তান পালন
ভুল করিনি কোনদিন।
অনেক অনেক দুঃখ আছে আমাদের
ট্রাফিক জ্যাম দূর্ণীতি
ভাড়া বাসার পানির ট্যাপ নষ্টের মত
অবিরাম যন্ত্রণা দিয়ে যায়
ফিরবার বসন্ত আসে
হলুদরঙ এর খোঁজ নিয়ে
দিন শুরু করা বসন্ত আসে