ফুলের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন।

PicsArt_02-12-11.18.36.png

ফুলের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন।

সাগর চৌধুরীঃ ২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ বাহিনীর ৩৪৯ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক- বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক- পিপিএম ও পিপিএম-সেবা পদক দেয়া হয়েছে।

প্রকাশিত ওই তালিকায় বরিশাল বিভাগের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে ১২ জনকে বিপিএমপ ও পিপিএম পদক দেয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের মধ্যে পিপিএম পদক পেলেন ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহন করে নিজ কর্মস্থল ভোলায় ফিরে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন।

রাষ্ট্রপতি পুলিশ পদক “পিপিএম-সেবা”পদক প্রাপ্তিতে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদ আলম সিদ্দিক সহ ভোলার নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন, কাচিয়া কলোনী সেবা সংঘ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ভোলা জেলা ঐক্য পরিষদ, ভোলা সদর উপজেলা ঐক্যপরিষদ, যুব ঐক্যপরিষদ, পেশাজীবী ঐক্যপরিষদ, পুরহিত ঐক্যপরিষদ, ব্যবসায়ী ঐক্যপরিষদ।

রাষ্ট্রপতি পুলিশ পদক “পিপিএম-সেবা” পদক পেয়ে ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন বলেন, জনগনকে সঠিক সেবা যেন দিতে পারি সেজন্য সবার কাছে দোয়া কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top