রাতেও ঝুলছে জাতীয় পাতাকা; স্থানীয়দের মাঝে ক্ষোভ
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উত্তর চর লামছি ধলী সরকারী প্রথমিক বিদ্যালয়ে আজ শুক্রবার রাতেও জাতীয় পতাকা স্ট্যান্ডে দেখা যায়।
বিষয়টি নিয়ে স্থানীয়দের সাথে যোগাযোগ করে জানা যায়, গতকাল বৃহস্পতিবার স্কুল খোলা ছিল। তখন বড়মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে উত্তর চর লামছি ধলী সরকারী প্রথমিক বিদ্যালয়ের পতাকা উত্তেলন করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক তাইমুল মালিক নিয়মিত স্কুলে আসেন না। সেই সুযোগ স্কুলে দায়িত্বরত সহকারী শিক্ষকরাও যথাসময়ে স্কুলে আসেন না এবং ছুটির আগেই স্কুলে ত্যাগ করেন।
ঘটনাটি সম্পর্কে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
সরকারি পরিপত্রে জাতীয় পতাকা অবমাননার দায়ে জেল ও জরিমানার বিধান রয়েছে কিন্তু স্থানীয় প্রশাসন স্কুল কিমিটির এবং প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি।
বোরহানউদ্দিন উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আহাম্মদ উল্লাহ বলেন, স্বাধীনতা যুদ্ধে এই পতাকার জন্য আমরা যুদ্ধা করেছি। কিন্তু কোন ভাবেই রাতের বেলা পতাকা উত্তোলন মেনে নেওয়া যায় না। এটি দন্ডনীয় অপরাধ। এর সুষ্ঠু তদন্ত করে শিক্ষকদের বিচার করতে হবে।