শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

PicsArt_08-16-08.14.15.jpg

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

সাগর চৌধুরীঃ মির্জা অনিক ইসলাম ও তার পিতা মির্জা নজরুল ইসলাম, সাবেক নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা জোন, ঢাকা; কর্তৃক অর্জিত অবৈধ আয়কে বৈধ করার উদ্দেশ্যে পারস্পরিক সহযোগিতায় স্থানান্তর/হস্তান্তর রূপান্তরের মাধ্যমে উহার অবৈধ প্রকৃতি, উৎস, ছদ্মাবরণে মাধ্যমে অপরাধলব্ধ আয় বা জ্ঞাত আয় বহির্ভূত ৭,২৪,৯৫,২৫০ টাকা (সাত কোটি চবিবশ লক্ষ পচাঁনব্বই হাজার দুই শত পঞ্চাশ) টাকার অবস্থান গোপন করার কারণে দুদক মামলা করেছে।

আসামী মির্জা অনিক ইসলাম ও মির্জা নজরুল ইসলাম মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’এর ৪(২)(৩) ধারা এবং দুর্নীতি দমন কমিশন আইন’২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা তৎসহ দন্ডবিধির ১০৯ ধারায় তাদের বিরুদ্ধ মামলা করেছে দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top