বি আর টি এ এর নােয়াখালী সার্কেলের সহকারী পরিচালক এর বিরুদ্ধে দুদক মামলা

PicsArt_08-16-08.14.15.jpg

বি আর টি এ এর নােয়াখালী সার্কেলের সহকারী পরিচালক এর বিরুদ্ধে দুদক মামলা

সাগর চৌধুরীঃ বি আর টি এ এর নােয়াখালী সার্কেলের সহকারী পরিচালক ও তার ভাইয়ের বিরুদ্ধে দুদক মামলা করেছে,(১) মােঃ ফারহানুল ইসলাম (৩৪), পিতা-মৃত নুরুল ইসলাম, সহকারী পরিচালক, নােয়াখালী সার্কেল, নােয়াখালী।

(২) মােঃ রায়হানুল ইসলাম (২৯), পিতা-মৃত নুরুল ইসলাম গত ১৯/৯/২০১২ তারিখে বি আর টি এ এর নােয়াখালী সার্কেলে সহকারী পরিচালক হিসেবে যােগদান করে মাত্র ৬ বছরের মধ্যে অর্থাৎ ০৫/১১/২০১২ তারিখ থেকে ২০২০ পর্যন্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউসিবিএল ব্যাংক, সােনালী ব্যাংক এবং আইডিএলসিতে সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব ও ক্রেডিট কার্ড হিসাবসহ মােট ১০টি হিসাব তার মা ও ভাইয়ের নামে পরিচালনা করেন।

ইউসিবিএল এবং সােনালী ব্যাংক ব্যতীত মােট ০৮টি হিসাবে ঘুষ, দুর্নীতি ও অবৈধভাবে অর্জিত মোট ১২,৮৪,০০,০০০/-(বার কোটি চুরাশি লক্ষ টাকা) টাকা লেনদেন, স্থানান্তর, হস্তান্তর করে মানিলন্ডারিং প্রতিরােধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ করেছেন।

মােঃ ফারহানুল ইসলাম, সহকারী পরিচালক, বিআরটিএ নােয়াখালী সার্কেল, নােয়াখালী; ও তার ভাই মােঃ রায়হানুল ইসলাম-এর বিরুদ্ধে ০৪টি ব্যাংক হিসাব এবং দুটি ক্রেডিট কার্ডের হিসাব খুলে ঘুষ,দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত মােট ১২,৮৪,০০,০০০/-(বার কোটি চুরাশি লক্ষ টাকা) টাকা বিভিন্ন হিসাবে স্থানান্তর/হস্তান্তর করে আড়াল করার চেষ্টার করায় মানিলন্ডারিং প্রতিরােধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় বর্ণিত ধারায় দুদক উপপরিচালক মোঃ রফিকুজ্জামান বাদী হয়ে সজেকা-ঢাকা-১ এ আজ একটি মামলা রুজু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top