বরিশালে হরিণের চামড়াসহ মাংস উদ্ধার, আটক ৪
বরিশালের আগৈলঝাড়ায় পাচারকালে ছয়টি হরিণের চামড়াসহ ৩৭ কেজি মাংস জব্দ করেছে পুলিশ। এ সময় চারজনকে আটকও করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রাজিহার ইউনিয়নে হরিণের খামার থেকে চামড়া ও মাংস জব্দ করা হয় এবং সেখান থেকেই আটক করা হয় চারজনকে।
আটককৃতরা হলো, আগৈলঝাড়ার একটি হরিণের খামার মালিক মৃদুল হালদার, খামারের অফিস সহকারী খোকন সরকার, খামারের নাইট গার্ড সুনীল চন্দ্র হালদার ও বিপ্লব সরকার। আটককৃতদের মধ্যে তিনজনের বাড়ি আগৈলঝাড়ার বিভিন্ন এলাকায় ও বিপ্লব সরকারের বাড়ি মাদারীপুরের ডাসার থানা এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজিহার ইউনিয়নের হরিণের খামারে অভিযান পরিচালনা করলে সেখানে পাচার ও স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ছয়টি হরিণের চামড়া ও ৩৭ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।এ সময় আটক করা হয় ওই খামারের মালিকসহ চারজনকে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।