জিয়ার ডিএনএ টেষ্ট করতে হলে আরও অনেকেরই টেষ্ট করতে হবে – ডা. জাফরুল্লাহ চৌধুরী

জিয়ার ডিএনএ টেষ্ট করতে হলে আরও অনেকেরই টেষ্ট করতে হবে – ডা. জাফরুল্লাহ চৌধুরী

সাগর চৌধুরীঃ আজ মঙ্গলবার ৩১ আগস্ট ২০২১ সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন” আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, গনস্বাস্থ্য কেন্দ্র।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাহমুদুর রহমান মান্না আহ্বায়ক, নাগরিক ঐক্য। শওকত মাহমুদ আহ্বায়ক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ।

প্রধান আলোচক ছিলেন, এম আবদুল্লাহ সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।

আলোচনা করেন, নুরুল আমিন রোকন মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। সাবেক সাধারন মুহাম্মদ বাকের হোসাইন ও জাহাঙ্গীর আলম প্রধান।

“বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন” আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাকির হোসেন এবং সভাপতিত্ব করেন মফিজুর রহমান লিলু। উপস্থিত ছিলেন সাংবাদিক জিয়াউর রহমান, সাগর চৌধুরী, আসাদুজ্জামান আসাদ সহ আরও অনেকে।

প্রধান অতিথি হিসাবে বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সত্য কথা বলতে বিন্দুমাত্র ভুল করবেন না। ভয় পাবেন না। রাস্তায় নামা ছাড়া এই সরকার হটানো যাবে না।

তিনি বলেন, খালেদা জিয়া মুক্ত আছেন নাকি জেলে আছেন বলা যায় না। আসলে তিনি জেলে আছেন।
এসময়ে তিন বলেন, আজকে যদি কেউ বলেন, বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ায় আছেন কি না? এটা ঠিক নয়। অবান্তর।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ডিএনএ টেষ্ট করতে হলে তো আরও অনেকের ডিএনএ টেষ্ট করতে হবে। জয়ের ডিএনএ টেষ্ট করতে হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমার মনের কথাগুলোর ৭০ ভাগ এম আবদুল্লাহ বলেছেন। আর বাকী ৩০ ভাগ শওকত মাহমুদ বলে দিয়েছেন। এই সরকার কত যে মিথ্যাচার করছেন। কত যে নিলর্জ তারা। এরা মানুষ নয়, এদের মানবতা বলতে কিছু নেই। এরা শুধু নিজেরটা বোঝো।

শওকত মাহমুদ বলেন, এই সরকারের কর্মকান্ড আপনারা জানেন। দেশের মানুষ কত কষ্টে আছেন। তা বোজার উপায় নাই। প্রতিটি ক্ষেত্রে এদের অরাজকতা লক্ষ করা যায়।

“বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন” আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ -সভাপতি সফিকুল ইসলাম, সহ -সভাপতি মোঃ আলী, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক এস এম তাজুল ইসলাম,
দফতর সম্পাদক, জাকির হোসেন জীবন, তথ্য ও গবেষনা সম্পাদক, রাসেল আহমেদ, মফস্বল সম্পাদক মতিউর রহমান সরদার

এর আগে সকাল দশটায় “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন” এর আয়োজনে একটি মনঙ্গ র্যালি অনুষ্ঠিত হয়।

বক্তব্য শেষে আজকের অনুষ্টানের অতিথিরা “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফাউন্ডেশন” এর ৭তম প্রতিষ্ঠা বর্ষিকির কেক কাটেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top