ভোলা জেলা প্রতিনিধিঃ স্বাস্থ্যসেবা পদ্ধতি শক্তিশালীকরণে (এইচএসএস) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫ সদস্যের উচ্চ পর্যায়ের টিম শনিবার ভোলা ২৫০ শয্যার হাসপাতাল পরিদর্শন করেছেন।
এ সময় সকাল ৯টার মধ্যে ৫ কনসালট্যান্ট (বিশেষজ্ঞ) চিকিৎসকের উপস্থিতি পাওয়া যায়নি।
এর ফলে সোমবার চার চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালক ডা. সিরাজ উদ্দিন।
নির্দিষ্ট সময়ে অনুপস্থিত ছিলেন ডা. ফয়জুল হক, ডা. সাইফুর রহমান, ডা. মেহেদী হাসান, ডা. সবুজ কুমার পাত্র, ডা. সুরাইয়া বেগম। এদের মধ্যে ডা. মেহেদী হাসান লঞ্চযোগে ঢাকা থেকে এসে পৌঁছতে এক ঘণ্টা দেরি করেন।
অপরদিকে ডা. সুরাইয়া করোনায় আক্রান্ত। ডা. সবুজ কুমার পাত্র গভীর রাত পর্যন্ত ওটিতে ছিলেন বলে তাৎক্ষণিক জবাব দেন বলে জানান তত্ত্বাবধায়ক।