আদম ২ – শাহানা সিরাজী
আদমের দেহ সৌষ্ঠব শক্তিশালী
তাকেই অবিরত কসরত করতে হয়
মাটি খোঁড়া, গাছ লাগানো,আবাদ করা, ফসল তোলা-
হাওয়া যে দিকে আদম সেদিকেই ছোটে
হাওয়ার বাঁকা হাসি
আদমের পৃথিবীকে ওলট-পালট করে দেয়
আদম জানে মুক্তি হাওয়াতেই
শান্তি হাওয়াতেই
হাওয়ার গন্ধমপ্রীতি আদমের ভালো লাগে
শিহরিত হয়
তারপর নিশ্চিত ঘুমের অতলে হারায়…
হাওয়া তখন ঈশ্বরের জানালায়
টোকা দেয়, বিস্মিত ঈশ্বর হাওয়ার ছলনায় পূণরায় পা রাখে
মাটিতে তখন নানাবিধ ফুলের সমাহার
কোরাস গায়
আদম ততোধিক গভীরতায় আচ্ছন্ন হয়
এবং ঈশ্বরের চরণে মাথা খুঁড়ে
অন্য কিছু নয় হাওয়াকেই চাই…
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ।
কবি প্রাবন্ধিক কথা সাহিত্যিক।