কানাডায় প্রবেশের অনুমতি পেল বাংলাদেশি শিক্ষার্থীরা

কানাডায় প্রবেশের অনুমতি পেল বাংলাদেশি শিক্ষার্থীরা

আন্তজার্তিক প্রতিবেদকঃ কানাডায় প্রবেশের অনুমতি পেল বিদেশি শিক্ষার্থীরা। সেই সাথে ভাগ্য খুলল বাংলাদেশী শিক্ষার্থীদের। কানাডায় যেসব বিদেশি শিক্ষার্থী বৈধভাবে অধ্যয়নের অনুমোদন পেয়েছেন, তারা করোনা প্রতিরোধমূলক প্রস্তুতি নিয়ে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউটের (ডিএলআই) অধীনে দেশটিতে প্রবেশ করতে পারবে।

আজ বুধবার (১৮ আগস্ট) ঢাকার কানাডিয়ান হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানায়।

এতে বলা হয়, যারা বৈধ অধ্যয়নের জন্য অনুমোদন পেয়েছে এবং যাদের করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে ডিএলআইতে পড়াশোনা করার পরিকল্পনা রয়েছে তারা যদি অ-বিচক্ষণতার (non-discretionary) উদ্দেশে ভ্রমণ করেন তবে কানাডায় প্রবেশ করতে পারবেন।

ওই পোস্টে শিক্ষার্থীদের পড়াশোনা শুরুর আগে চার সপ্তাহের বেশি ভ্রমণে নিরুৎসাহিত করা হয়, যেটিকে অধ্যয়নের উদ্দেশে অ-বিচক্ষণতা ভ্রমণ হিসেবে বিবেচনা করা হয়। এই ভ্রমণের আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনেরও বাধ্যবাধকতা রয়েছে।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষার্থীরা পড়াশোনার জন্য কানাডায় যেতে পারেননি। উদ্বিগ্ন শিক্ষার্থীরা পড়াশোনার জন্য যেতে দূতাবাস ছাড়াও মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছিল।

অবশেষে ডিএলআই পাওয়া শিক্ষার্থীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হলো।

আরও বিস্তারিত দেখুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top