কোথায় যাবো যাবো কোথায় – শাহানা সিরাজী

PicsArt_05-19-03.18.42.jpg

কোথায় যাবো যাবো কোথায় – শাহানা সিরাজী

বহুবছর আগে হারিয়ে যাওয়া আমাকেই আমি খুঁজে বেড়াই
শীতের রাতের খোলা মাঠ, চৈত্রের মাটির চাক,বসন্তের ঝিমানো পাখিটির ঝরে পড়া পালকের ভেতর হাতড়িয়ে বেড়াই

দুমুখো সাপের লেজ পায়ের তলে চাপা পড়ায়
ফিরেই দংশন করে
সেই বিষের নীলাভ রঙে খুঁজে ফিরি আমি কোথায়?
চূর্ণবিচূর্ণ আমার প্রতিটি খণ্ডিত অংশ প্রতিনিধিত্ব করে
বন্ধ্যা সমাজের অলিগলি
কর্পূরের মতো উড়ে যাওয়া আমার গায়ের রঙ প্রতিনিধিত্ব করে ছাই-ছাই সময়
ক্ষয়ে যাওয়া হাত-পা-চোখ-কান-নাক-দাঁত বলে
এ অচ্যুত বর্ণ আমার নয়
তাহলে কোথায় আমি!
আমি কোথায়?

অবারিত সবুজের কনসার্টে
মেঘমালার প্রলুব্ধ উচ্ছ্বাসে
শিকারিপাখিদের ধ্যানীদৃষ্টিতে
খুঁজতে থাকি-
জনে জনে প্রশ্ন করি
আমাকে দেখেছো?
আমাকে ফিরিয়ে দেবে?
আমার আমাকে একবার আমার সামনে দাঁড় করিয়ে দাও
অসংখ্য বিন্দুতে মিশে যাওয়া আমি কেমন?

অগুণিত সকাল-দুপুর-বিকেল-রাতের মিছিলে
কোথায় আমি?
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানেও ব্যর্থ হয়ে ফিরে আসি
তোমার বিক্ষিপ্ত পৃথিবীতে
সেখানেও নেই আমি
তবে কোথায় আছি
বলতে পারো?

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top