পাশে পাশে তবু দূরে – শাহানা সিরাজী
ঝাউবিরুলি ঝিরঝিরানি একটি ফোঁটা টুপ
পাতার ফাঁকে ঘোমটা খুলে বনবিড়ালি চুপ
সরল কথা সরল ভাবে বলতে যদি চাও
জটিলপ্রাণ প্যাঁচ লাগিয়ে বলে শুনে যাও
জটিলপ্রাণ প্যাঁচ লাগিয়ে বলে শুনে যাও
প্যাঁচে প্যাঁচে নীলকমল ছাইরঙা গাও
ফুটে থাকে ঝিলের জলে অবাক সুরের মেলা
তার সাথে আছে আমার নানান ছাঁচের খেলা
তার সাথে আছে আমার নানান ছাঁচের খেলা
পাশে পাশে তবু দূরে কাটেনা দিন বেলা
পরাণজুড়ে যে ছবিটি নিত্য যাই আঁকি
সে ছবিটি তারার মতো কতো কথা বাকি
ঝুমঝুমিয়ে হুমহুমিয়ে আকাশ কাঁপে কেন
হাতটি ধরে চোখটি মেলে ফেলে যেও না যেন!
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই, মুন্সীগঞ্জ
কবি প্রাবব্ধিক কথা সাহিত্যিক