ছাগল ও চেয়ার – মনজুরুল আহসান বুলবুল

ছাগল ও চেয়ার – মনজুরুল আহসান বুলবুল

চেয়ারে বসেছে ছাগলএকটা
মানতে হয় বলে মানি,
চলে ফিসফাস নানা হা হুতাশ
ডানে- বাঁয়ে চলে কানাকানি ।
ছাগল কীভাবে এ চেয়ার পেলো !
খুঁটির জোরটা কই ?
সবাই জানে, সবাই বোঝে
তবু চুপচাপ রই ।
ছাগলও বোঝে , চেয়ারে বসার
যোগ্যতা তার নাই,
বসেই যখন পড়েছে তখন
ধরে রাখা তার চাই ।
সব দেখে শুনে চোখ বুজে শেষে
ছাগল হাসিয়া কয় ,
: থাকো সবে নির্ভয়,
আমিতো বসেছি, আমার না হয়
যোগ্যতা কোন নাই,
আমাকে যারা বসালো চেয়ারে
তাদের দেখো না , ছাই !
০১.০৭.২০২১


মনজুরুল আহসান বুলবুল
সিনিয়র সাংবাদিক ও লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top