কারাবন্দী সাংবাদিকের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ডিইউজে

PicsArt_06-23-10.02.14.jpg

কারাবন্দী সাংবাদিকের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ডিইউজে

বিশেষ প্রতিনিধিঃ রুহুল আমিন গাজীসহ সকল কারাবন্দী সাংবাদিকের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে ডিইউজে

বিএফইউজে’র সাবেক সভাপতি রুহুল আমিন গাজিসহ গ্রেপ্তার সকল সাংবাদিকের মুক্তি, প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, দৈনিক আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সিএসবি, চ্যানেল ওয়ানসহ বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, সাংবাদিকদের বকেয়া পাওনা পরিশোধ, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল এবং ঈদের আগে সাংবাদিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) । বুধবার ডিইউজে কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভায় এ দাবি জানোনো হয়।

ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহসভাপতি শাহীন হাসনাত ও রাশেদুল হক, কোষাধ্যক্ষ গাজী আনোয়ারুল হক (গাজী আনোয়ার), সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জনকল্যাণ সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, দপ্তর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম জেসমিন জুঁই, রফিক লিটন, টাইম নিউজের ইউনিট চিফ আবুল কালাম আজাদ, অন্য দিগন্তের ইউনিট চিফ মোহাম্মদ মাসুদ, সমাচার ইউনিট চিফ আবু হানিফ, দিনের আলোর ইউনিট চিফ জুলফিকার হাসান সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top