ভোলায় ১২ ইউনিয়নের ৯টিতে আওয়ামী লীগ জয়ী ৩ টি স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন

PicsArt_06-22-04.34.42.jpg

ভোলায় ১২ ইউনিয়নের ৯টিতে আওয়ামী লীগ জয়ী ৩ টি
স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন

জেলা প্রতিনিধিঃ বরিশাল বিভাগের ভোলা জেলায় চার উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের ৯টিতে আওয়ামী লীগ ও ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

এ বোরহানউদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিবুল্লাহ মৃধা সাত হাজার ১৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে পান ৯০৪ ভোট।

উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রিয়াজ নৌকা প্রতীক নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

তজুমদ্দিন উপজেলায় চাচড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবু তাহের নৌকা প্রতীক নিয়ে পাঁচ হাজার ৫৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর রিয়াদ হোসেন হান্নান পান এক হাজার ৪৬৭ ভোট।

উপজলোর শম্ভুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. রাসেল মিয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে সাত হাজার ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে মো. মাইনুদ্দিন পেয়েছেন ছয় হাজার ১৯৫ ভোট।

চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম কিরণ অটোরিকশা প্রতীক নিয়ে ১১ হাজার ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফকরুল আলম জাহাঙ্গীর নৌকা প্রতীক নিয়ে পান চার হাজার ৮৮৭ ভোট।

মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. নিজাম উদ্দিন আনারস প্রতীক নিয়ে সাত হাজার ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৩৯২ ভোট।

উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল্লাহ কাজল নৌকা প্রতীক নিয়ে আট হাজার ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৩ ভোট।

অপরদিকে চরফ্যাশন উপজেলার পাঁচ ইউনিয়নে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন— মাদ্রাজ ইউনিয়নে আবদুল হাই, হাজারীগঞ্জ ইউনিয়নে সেলিম হাওলাদার, জাহানপুর ইউনিয়নে নাজিম উদ্দিন হাওলাদার, চরকলমী ইউনিয়নে কাউছার মাস্টার ও এওয়াজপুর ইউনিয়নে খোকন আলম। তবে পাঁচটি ইউনিয়নে সাধারণ সদস্য ও মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলার চার উপজেলার রিটার্নিং কর্মকর্তারা ও জেলা
রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top