পরিকল্পনামন্ত্রীর ফোনটি ২১ দিনেও উদ্ধার হয়নি

PicsArt_06-01-04.15.46.jpg

পরিকল্পনামন্ত্রীর ফোনটি ২১ দিনেও উদ্ধার হয়নি

অপরাধ প্রতিবেদকঃ ২১ দিনেও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়নি। এমনকি গ্রেফতার করা যায়নি ছিনতাইকারীকে। ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পনামন্ত্রীর ফোনটি এখন পর্যন্ত বেশ কয়েক বার হাত বদল হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। ছিনতাইকারী ফোনটি একজনের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে। পরে তার কাছ থেকে কোনো একজন ক্রেতা ফোনটি ২৫-৩০ হাজার টাকায় কিনেছে। এরপর ঐ ফোনটি এখন পর্যন্ত সিম কার্ড দিয়ে চালু করা হয়নি। তাই ফোনটির অবস্থান শনাক্ত করতে পারছে না পুলিশ।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জি এম ফরিদুল আলম বলেছেন, আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আইফোন উদ্ধার করেছি; কিন্তু এর একটিও পরিকল্পনামন্ত্রীর ফোন ছিল না। ছিনতাইকারীকে গ্রেফতারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top