‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ পদকের জন্য মনোনীত হয়েছেন পুলিশ সুপার- মনিরুজ্জামান।
সাগর চৌধুরীঃ বাংলাদেশ পুলিশ বাহিনীর ২০১৮ সালে পুলিশ সদস্যগণের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৪০ জন পুলিশ সদস্যকে “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)”, ৬২ জনকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)” পদকের জন্য মনোনিত করা হয়েছে।
এছাড়াও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ সদস্যকে “বাংলাদেশ পুলিশ পদক(বিপিএম)-সেবা” এবং ১৪৩ জনকে “রাষ্ট্রপতির পুলিশ পদক(পিপিএম)-সেবা” পদকের জন্য মনোনিত করা হয়েছে।
২৯ জানুয়ারি, ২০১৯ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখার উপসচিব ফারজানা জেস্মিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আগামী ৪ ফেব্রুয়ারি, ২০১৯ রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের মাঝে পদক প্রদান করবেন।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান রাষ্ট্রপতির পুলিশ পদক(পিপিএম) -এ ভূষিত হওয়ায় জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন বিভাগ পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানায়।
প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ পদকের জন্য মনোনীত হওয়া পুলিশ সুপার- মনিরুজ্জামান এর আগে ঢাকায় রাজনৈতিক শাখায় কাজ করতেন।
ভোলার জেলা পুলিশ সুপার হিসেবে বেশ খ্যাতি ছিল তার। ভোলার মানুষ তার পদক প্রাপ্তীতে খুশিতে মিষ্টি বিতরন করে।