ভোলায় আবারও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন – সদর থানার ওসি এনায়েত হোসেন
সাগর চৌধুরীঃ ভোলা জেলার সদর থানায় বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, জলদস্যু, ভূমিদস্যু, চাঁদাবাজ, কিশোর গ্যাংদের সহ নানা অপরাধমূলক কার্যক্রম শক্ত হাতে নির্মূল করায় ভোলা জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন, সদর থানার ওসি এনায়েত হোসেন।
প্রতি মাসের মত সোমবার ভোলা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন ওসি এনায়েত হোসেন।
ভোলা জেলা পুলিশ জানায়, ওসি এনায়েত হোসেন দীর্ঘ দিন সফলতার সাথে ভোলার বিভিন্ন থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে তিনি ভোলার বেশ কিছু আলোচিত মাদক ব্যবসায়ী, হত্যা মামলার পলাতক আসামী, মেঘনার জলদস্যু, বিভিন্ন চরাঞ্চলের ভূমিদস্যু, চাঁদাবাজ ও কিশোর গ্যাংদের শক্ত হাতে দমন করতে সমর্থ হয়েছেন।
সাম্প্রতিক সময়ে ভোলা সদর উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা, বিভিন্ন সময়ে সরকারি দায়িত্ব পালনে তার বলিষ্ঠ ভূমিকা, মাঠ পর্যায়ে চৌকষ নেত্বিত্বের জন্য তিনি স্থানীয়দের মাঝে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
ভোলা জেলার বোরহানউদ্দিন থানা, দৌলখান থানা এবং বর্তমানে ভোলা সদর থানায় ওসি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
ভোলা জেলায় বিভিন্ন থানায় দায়িত্ব পালন করার সময় তিনি একাধিকবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।