নাটোরে পাউবো প্রকৌশলীকে মারধরে জড়িতদের শাস্তির দাবি আইইবির; ভিন্নমত অপরাধ বিজ্ঞানীদের
বিশেষ প্রতিবেদকঃ নাটোর জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হানকে মারধরে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-আইইবি। একইসঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৫ মে) আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) এক বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, নাটোর জেলার সিংড়া পৌরসভা এলাকায় আত্রাই ও নাগর নদীর ভাঙন হতে রক্ষা (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় অফিস ভবন ও পরিদর্শন বাঙলোতে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে শিডিউল মোতাবেক সংশ্লিষ্ট ঠিকাদারকে মালামাল ব্যবহারে নির্দেশ দেয়ায় নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হানকে ঠিকাদারের প্রতিনিধি মো. নাফিউল ইসলাম অন্তর ও তার সঙ্গীরা তাকে মারধর করে। পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং কর্মচারিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় প্রকৌশলী মো. আবু রায়হান নাটোর থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত মো. নাফিউল ইসলাম অন্তরসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এতে আরও বলা হয়, ইতোমধ্যে এ ঘটনায় মাঠ পর্যায়ের অন্যান্য প্রকৌশলীদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাই আশা করি- সংশ্লিষ্ট সকলে এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে সারাদেশে মাঠ পর্যায়ের অন্যান্য প্রকৌশলীদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিষয়ে অপরাধ বিজ্ঞান বিষয়ক সম্পাদক বলেন, এই সংগঠন কেন আরও আগে সঠিক ব্যবস্থা গ্রহন করেনি। সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) যে বিবৃতি দিয়েছেন, এর আগে রুপপুর বালিশ কান্ড সহ প্রকৌশলীদের বিরুদ্ধে নানা সময় গণমাধ্যমে যে অভিযোগ উঠেছে তখন তো তারা তাদের অবস্থান সম্পর্কে কিছু জানায় নি। সুতারং এই সংগঠনটিকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।