ছিলাম না – শাহানা সিরাজী

PicsArt_05-19-03.18.42.jpg

ছিলাম না – শাহানা সিরাজী

ছিলাম না যদিও সিদ্ধার্থ ভূবনে
তবুও ছিলাম বর্ণে ছন্দে অমিয় অনুভবে
অকাতর বিশ্বালোকে
নাক্ষত্রিক আয়োজনের রঙিন উঠানে

ছিলাম না যদিও আনন্দোচ্ছ্বাসে
তবুও ছিলাম ঝিরিঝিরি বৃষ্টির গানে
ভেজা ভেজা মনের নিভৃতকক্ষে
রঙিনবুনুনের নিপাট ভাঁজে

ছিলাম না যদিও উৎসবায়োজনে
ছিলাম তবুও অপার্থিব সুন্দরের
ময়ূখাবেগে আমারই চলার মুখরিত পথে

ছিলাম না যদিও জৈষ্ঠ্যের মিষ্টি সুবাসে
কলকাকলি কুঞ্জে ছিলাম তবুও
অরণ্যকুহরে নীরব গুঞ্জনে

অন্তরস্থ মমতার একান্ত পল্লী
আমারই হারানো প্রাণ
খুঁজে খুঁজে অবসন্ন পথিকের বিশুদ্ধ দান

ছিলাম না কখনোই প্রত্যাশিত প্রান্তরে
শাইল ধানের শীষ
প্রজন্মের কল্লোলময় একান্ত একজন

তবুও ছিলাম নিত্য চড়ুই
ঘুম্ভাঙানিয়া ডাক….

শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর ( সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top