ভার্চুয়াল আদালত – ৯ দিনে ৩০৫০০ আবেদন নিষ্পত্তি, ১৭০৫৬ আসামির জামিন

PicsArt_04-14-08.47.13.jpg

ভার্চুয়াল আদালত – ৯ দিনে ৩০৫০০ আবেদন নিষ্পত্তি, ১৭০৫৬ আসামির জামিন

আদালত প্রতিবেদকঃ ভার্চুয়াল আদালতে ৯ দিনে ৩০৫০০ আবেদন নিষ্পত্তি, ১৭০৫৬ আসামির জামিন দিয়েছে আদালত।

চলমান ‘লকডাউনের’ মধ্যে সারাদেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে ৯ কার্যদিবসে ১৭ হাজার ৫৬ আসামিকে জামিন দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধকল্পে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হচ্ছে।

আদালত শুরু হওয়ার পর ৯ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩০ হাজার ৫০০টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ১৭ হাজার ৫৬ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন।

২৫ এপ্রিল সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৬৫২টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৮৩৯ জন হাজতি অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছেন।

একই সময়ে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ১৯০ জন।

‘লকডাউনের’ মধ্যে আদালতের কার্যক্রম চালাতে প্রধান বিচারপতির আদেশক্রমে রবিবার বিজ্ঞপ্তি জারি করেছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো.গোলাম রব্বানী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারী (কোভিড-১৯) এর ব্যাপক বিস্তার রোধে আগামী ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও অতীব জরুরি ফৌজদারী দরখাস্তসমূহ নিস্পত্তি করার উদ্দেশ্যে আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top