বদলে যায় – শাহানা সিরাজী
দৃশ্যমান জগতের আড়ালে অদৃশ্য কারুকায
কোন নকশা আঁকে?
পীড়িত সময় কেবলি প্লাবিত হয়
কেবলি ভাঙনের শব্দ আহত পাখির কণ্ঠে শব্দ হারায় …
চোখে অসময়ের বন্যা নিয়ন্ত্রনহীন
মানুষ কবে মানুষ হবে ?
ইচ্ছে করে ছোটো বেলার নাটাইফুলে উড়ে বেড়াই
বাবার সাইকেলের পিছনে বসে মামার বাড়ি যাই
মায়ের সাথে চুলার পাশে বসে ছড়া শিখি
দাদির আঁচল ধরে সারা বাড়ি ঘুরে বেড়াই
কেন যে সব পাল্টে যায়
ভাবনা কেন থমকে যায়
সময়ের হাত ধরে রাতদিন বয়োবৃদ্ধ হয়
আমরা পড়ে থাকি অজস্র পোকা মাকড়ের ভীড়ে!!
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।