তজুমদ্দিনে নিহত একাধিক; প্রশাসনের পক্ষ হতে প্রত্যেককে ২০ হাজার টাকা আর্থিক অনুদান
জেলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে নির্মানাধীন ভবনের সেফটি ট্যাংকির ভেতরে ঢুকে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার চাচড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি টিম নিহতদের লাশ উদ্ধার করেছে। শ্রমিকদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আজ রোববার সকালে তমা কনাস্টশনের ঠিকাদারি প্রতিষ্ঠান উপজেলার চাচড়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির কাজ করছিলো।
খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে উদ্ধার করে।
উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার তৎপরতা তদারকি করেন।
এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন।
দুর্ঘটনায় কারও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখার জন্য উপজেলা সমাজসেবা অফিসারকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
নিহতরা সবাই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
তমা কনাস্টশনের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজের আসাদ জানান, দূর্ঘটনার কথা শুনেছি। আমরা আমাদের দিক থেকে দ্রুত পদক্ষেপ নিচ্ছি। তাছাড়া ঘটনা কি সেটা না শেষ করে কোন কিছুই বলতে পারব না।