বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে স্বর্না ব্রিকস অবৈধ; ধ্বংস করল প্রশাসন
সাগর চৌধুরীঃ আজ বৃহস্পতিবার সকাল থেকে মধ্য দুপুর পর্যন্ত; এক ঝাটিকা অভিযান পরিচালনা করে ভাম্যমান আদালত। ইটভাটা আইনের লঙ্ঘন সহ সরকারী অনুমোদন ছাড়া ইটভাটা তৈরী এবং পরিবেশ মন্ত্রনালয়ের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করে।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মালেক মিয়া বলেন, আজ বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজার এলাকার স্বর্না ব্রিকসে, অনুমোদন বিহীন অবৈধ এ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজার এলাকার স্বর্না ব্রিকস অনুমোদন বিহীন, অবৈধ এ ইট ভাটার মালিক রুহুল আমিন।অবৈধ ইটভাটা পরিচালনা করা ছাড়াও এলাকার একাধিক মানুষ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের নেতৃত্বে স্বর্না ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়েছে।
স্বর্না ব্রিকসে অভিযান পরিচালনা করায় স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছে প্রশাসনকে।