বোরহানউদ্দিনে চুরি যাওয়া ০৬টি মহিষ সহ আটক একজন; অভিনন্দন তদন্তকারী অফিসার মোহাইমিনুল
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বোরহানউদ্দিন থানাধীন ৬নং হাসান নগর ইউনিয়নের অন্তগত পূর্বের ১নং ওয়াডস্থ বর্তমানে হাসান নগর ইউনিয়নের নতুন চর মেঘনা নদীর চর হইতে ইং ০৫ ফেব্রু, ২০২১,তারিখ হইতে ১০/০২/২০২১ সকাল অনু ১১.০০ ঘটিকা মধ্যে যেকোন সময় আঃ রব ওরফে রবু দালাল (৬২), পিতা- মৃত আঃ হক স্থায়ী : গ্রাম- হাসান নগর (৪নং ওয়ার্ড) , উপজেলা/থানা- বোরহানউদ্দিন, ভোলা, বাংলাদেশ এর ১২টি মহিষ চুরি হয়ে। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে বোরহানউদ্দিন থানার এফ আই আর নং-১২, তারিখ- ২৪ ফেব্রু, ২০২১; জি আর নং-৩১/২০২১; সময়- ১৪.২৫ ধারা- ৩৭৯ পেনাল রুজু হইলে মামলার তদন্তকারী অফিসার মোহাইমিনুল ইসলাম আসামী মোঃ মিলন বেপারী (৪৫), পিতা- অজ্ঞাত স্থায়ী : গ্রাম- আলেকজান্ডার (আলেক জান্ডার চর বাদাম) , উপজেলা/থানা- রামগতি, লক্ষ্মীপুরকে ০৬টি মহিষ সহ গ্রেফতার করেন।”
এই সংবাদটি বোরহানউদ্দিন থানার অফিসিয়াল ফেইসবুকে আপলোড করা হয়েছে। আমরা পাঠকদের জন্য হুবহু তুলে ধরলাম।