বোরহানউদ্দিনে ” উন্নত প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ”
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ মৎস্য আহরণের পাশাপাশি চাষের মাছের ক্ষেত্রেও বিদ্যমান সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান সম্প্রসারণ কর্মীদেরকে মাছ চাষে আরো দক্ষ করে গড়ে তুলতে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হল ১ দিনব্যাপী ” উন্নত প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ”।
এতে উপজেলার মোট ২০ জন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মাছ চাষের ক্ষেত্রে প্রচলিত ধারণার পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে ভোলায় বিদ্যমান পুকুরগুলোতে উৎপাদন বাড়ানো যায় তা নিয়েই উক্ত প্রযুক্তিগুলোর বিষয়ে আধুনিক ধারণা দেবার উদ্দেশ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে অতিথি বক্তা হিসাবে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) শোয়াইব আহমাদ।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,”ভোলায় বিদ্যমান জলাশয়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভোলা ইলিশের পাশাপাশি চাষের মাছেও অগ্রণী ভূমিকা পালন করতে পারবে, পাশাপাশি আর্থিকভাবেও চাষীরা লাভজনক হতে পারবে। চাষের মাছ উৎপাদন বাড়িয়ে তা বাইরে রপ্তানিও করা সম্ভব।”
মূল প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন এ. এফ. এম. নাজমুস সালেহীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, বোরহানউদ্দিন, ভোলা।