বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে

বোরহানউদ্দিনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা থেকে চরফ্যাশন গামী জুয়েল নাজমুল নামের ঢাকা মেট্রো জ-১১-২৬৭৫ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভোলার বোরহানউদ্দিন পৌর -৩ নং ওয়ার্ডের হ্যলিপ্যাড পুকুরে পরে যায়। এতে ১২ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আজ রবিবার বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোক আহতদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে পাঠায়।

স্থানীয়রা জানায়, ভোলা থেকে চরফ্যাশন গামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিস অফিসের সাথে হ্যলিপ্যাড পুকুরে পরে যায়। এসময় অভি হাওলাদার, মানিক মিয়া, মমতাজ, রাসেল ও সুবর্ণা নামের যাত্রীসহ আরো ৬ জন আহত হয়। তবে বাস কতৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

আজ বোরহানউদ্দিনে বাস দূর্ঘটনার আগেও গত দু’দিনে জেলার বিভিন্নস্থানে মালিক সমিতির বাস দর্ঘটনা ঘটে। এই বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয়েছে।

ভোলা জেলা বাস মালিক সমিতির সভাপতি আকতার চেয়ারম্যানের কাছে গত দু’তিন দিনের ভেতর ভোলা জেলায় বিভিন্ন স্থানে সড়কদূর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,দূর্ঘটনা হাত পাও আছে? এর জন্য ফোন করছেন? রাখেন ফোন। মুঠোফোনের সংযোগ বিছিন্ন করেন ভোলা জেলা বাস মালিক সমিতির সভাপতি আকতার চেয়ারম্যান।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
বাস দূর্ঘটনার বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, হতাহতের সংখ্যা কি পরিমান হবে এখনো সঠিক বলতে পারছিনা।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top