রাজস্বে অবদানের জন্য চট্টগ্রাম কাস্টম হাউজ ও ঢাকা কাস্টম হাউজ ডব্লিউসিওর সম্মাননা পেল

PicsArt_01-27-05.58.01.jpg

রাজস্বে অবদানের জন্য চট্টগ্রাম কাস্টম হাউজ ও ঢাকা কাস্টম হাউজ ডব্লিউসিওর সম্মাননা পেল

বিশেষ প্রতিবেদকঃ রাজস্ব আদায়ে বিশেষ অবদান রাখায় ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সার্টিফিকেট অব মেরিট সম্মাননা পেয়েছেন ১৭ ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান। এর মধ্যে করোনাকালে দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সাত রাজস্ব কর্মকর্তাকেও মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। মৃত্যুবরণকারী কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এ সম্মাননা গ্রহণ করেন।

সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান, ঢাকা কাস্টম হাউজের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব এ কে এম নূরুল হুদা আজাদ, সিনিয়র সিস্টেম এনালিস্ট এ কে এম জাহিদ হোসেন, উপ-কমিশনার এবিলিন সাংমা, রাজস্ব কর্মকর্তা সামসাদ হোসেন, ঢাকা কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. শফিকুল ইসলাম, এআরও মো. ইয়াকুত জাহিদ, মো. আতিকুর রহমান। এছাড়া দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সাত রাজস্ব কর্মকর্তা মো. ইদ্রিস আলী মণ্ডল, মো. খোরশেদ আলম, মো. রহমত আলী, জসিম উদ্দিন মজুমদার, আনোয়ার জাবেদ, মো. কবির হোসেন শিকদার ও মো. কায়কোবাদ সুকানিকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত তিন প্রতিষ্ঠান হলো বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম কাস্টম হাউজ ও ঢাকা কাস্টম হাউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top