আজ শুক্রবার (৩০সেপ্টেম্বর২০২২) বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
সাগর চৌধুরীঃ আজ শুক্রবার (৩০সেপ্টেম্বর২০২২) বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
এর আগে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম র্যাবের মহাপরিচালক (ডিজি) দায়িত্ব পালন করছেন।
কর্মজীবনে আবদুল্লাহ আল মামুন পুলিশ সদর দপ্তর, মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেছেন। এছাড়া, জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার মাধ্যমে তিনি বিশ্ব শান্তিরক্ষার জন্যও উজ্জ্বল অবদান রেখেছেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এএসপি, সিরাজগঞ্জের রাইগনজ সার্কেল এএসপি, চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেল এএসপি, চাঁদপুরের অতিরিক্ত এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি, এডিসি (ডিএমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, নীলফামারী জেলার সুপারিন্টেনডেন্ট পুলিশ, ডিএমপির ডেপুটি কমিশনার (ডিসি), এআইজি (এস্টাবলিশমেন্ট) এবং পুলিশ সদর দপ্তরের এআইজি (গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আবদুল্লাহ আল মামুন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।