চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আলটিমেটাম

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে আলটিমেটাম

নগর প্রতিবেদকঃ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ৯ দিনের সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি শেষে এই আলটিমেটাম দেন আন্দোলনকারীরা।

শাহবাগে বিক্ষোভ কর্মসূচি শেষে পদযাত্রা শুরু হয়। কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা অংশ নেন। পরে পদযাত্রা শেষে বৈঠকে বসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈঠক থেকে দাবি আদায়ে ৯ দিনের সময় বেঁধে দেয়া হয়।

সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মুখপাত্র ইমতিয়াজ বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর-এ সীমানা প্রাচীর বাংলাদেশের লাখো কোটি ছাত্র সমাজকে অবরুদ্ধ করে রেখেছে। তারা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত।

উচ্চশিক্ষিত বেকার যুবসমাজ যখন উপেক্ষিত তখন বর্তমান রাষ্ট্রপতি স্পিকার থাকা অবস্থায় ২০১২ সালের ৩১ জানুয়ারি জাতীয় সংসদে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এতে যুবসমাজ আশার আলো দেখেছিল।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি ২১তম বৈঠকে চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর সুপারিশ করে। নবম জাতীয় সংসদে ১৪তম অধিবেশনে ৩৫ বছর করার প্রস্তাব গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top