বরিশালে ১৪শ কোটি টাকার প্রকল্প অনুমোদনের আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান

বরিশালে ১৪শ কোটি টাকার প্রকল্প অনুমোদনের আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান

বরিশাল বুরো প্রতিনিধিঃ মন্ত্রণালয়ে বরিশাল বিসিসির উন্নয়নমূলক প্রকল্পের কাজের ১৪শ’ কোটি টাকা বরাদ্দ আটকে থাকার ফাইল দ্রুত অনুমোদন করে দেয়ার আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।

বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে জনশুমারি ও গ্রহগণনা-২০২১ এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি মাত্র ৫০ বছর হতে চলেছে। এর মধ্যে সামরিক শাসক থেকে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা আমাদের জীবন থেকে ২০টি বছর কেড়ে নিয়েছে। আমরা এইতো ১১ থেকে ১২ বছরে দেশের অনেক পরিবর্তন করতে পেরেছি। আমাদের সরকার সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক, অর্থনৈতিক সংগ্রামের নেতৃত্ব দিয়ে সম্মানসূচক স্থানে নিয়ে আসার সফলতা দেখিয়েছেন। এটি সম্ভব হয়েছে বাংলাদেশ অগ্রগামী দলের প্রধান শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে।

তিনি আরও বলেন, বরিশালের উন্নয়নমূলক কাজকে আর অবহেলিত করে দেখা হবে না। বিসিসির উন্নয়নমূলক প্রকল্পের কাজের ১৪শ’ কোটি টাকা বরাদ্দ আটকে থাকার ফাইল দ্রুত অনুমোদন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top