আনিসুল হকের উপন্যাস ‘সুদূরতমা’ অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র; চলচ্চিত্রটি বানাচ্ছে আরটিভি
বিনোদন প্রতিবেদকঃ আনিসুল হকের জনপ্রিয় উপন্যাস ‘সুদূরতমা’ অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র। তবে সেটি অন্তর্জাল বা ওয়েবের জন্য, প্রেক্ষাগৃহের জন্য নয়। উদ্যোগটি নিয়েছে আরটিভি।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে আরটিভি কার্যালয়ে এ নিয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান হয়। এ সময় লেখক আনিসুল হক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান চুক্তিপত্রে সই করেন।
এটি পরিচালনা করবেন জুবায়ের ইবনে বকর। তিনি বলেন, ‘উপন্যাসটি অসাধারণ। সেটি ওয়েব ফিল্মের মাধ্যমে আরও অসাধারণ হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।’
সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক বলেন, ‘আরটিভি সবসময় ভালো কাজ করে। দেশের প্রথম সারির টেলিভিশন হিসেবে তারা দর্শকপ্রিয়তা ধরে রেখেছে। এ সিনেমাটিতেও তারা সফলতা আনতে পারবে বলে আমি বিশ্বাস করি।’
এর আগেও আরটিভি সিনেমা নির্মাণ করেছে, আরটিভির সিনেমার মধ্যে রয়েছে ‘যদি একদিন’ ও ‘সাপলুডু’।