দুদকে তলব – পাসপোর্ট অধিদপ্তরের ৪ কর্মকর্তাক
বিশেষ প্রতিবেদকঃ অবৈধ সম্পদ অর্জন, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের চার কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তলবি নোটিশপ্রাপ্তরা হলেন অধিদপ্তরের পরিচালক (পাসপোর্ট ও ভিসা) সাইফুর রহমান, পরিচালক (প্রকল্প) এ কে এম মাজহারুল ইসলাম, উপপরিচালক তারিক সালমান ও হালিমা খাতুন শম্পা। এদের মধ্যে পরিচালক সাইফুর রহমান ও এ কে এম মাজহারুল ইসলামকে আগামী ১৭ জানুয়ারি দুপুর ১২টায় আর উপপরিচালক তারিক সালমান ও হালিমা খাতুন শম্পাকে আগামী ১৯ জানুয়ারি দুপুর ১২টায় দুদক কার্যালয়ে থাকতে বলা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত তলবি নোটিশে অভিযোগের বিষয়ে বলা হয়েছে, পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণপূর্বক ভারতীয় নাগরিক হাফেজ আহমেদকে পাসপোর্ট প্রদান ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে শুধু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।