মেজাজ – শাহানা সিরাজী
তোমার ওই রক্তচক্ষু আগুনমুখি
টকটকে লাল মেজাজসময় দোলা লাগায় মনে,যুক্তিবাদীর যুক্তিতর্ক যথাযুক্ত উপযুক্ত মানুষ ভাবে ভুল,বানায় চক্ষুশূল বলি আমি ফুল…
প্রতিবাদী কন্ঠ লাগে,বুকে ভীষণ সাহস লাগে চড় দেয়ার শক্তি লাগে,ঘৃণা করার মন লাগে,মিউমিউ বেড়াল হয়ে বাঁচার কোন অর্থ আছে?
এ সমাজের মুখচ্ছবি খুলতে হবে, খুলবে কে? খুলতে হলে অর্থ লাগে,ক্ষমতা কিংবা পিস্তল লাগে…
ওসব তোমার কিছুই নেই,শূন্য হাতে ধেই ধেই
আছে কেবল মনের জোর,কন্ঠভরা সুরেলা স্বর
সেই স্বরে সুরের মাতম, সুরে সুরে ভোলাও ভূবন,
কথায়-সুরে ফোটাও বোমা,অস্ত্র হবে কানামামা
রেগে রেগে ঝরাও ঘাম মানুষ ভাবে রাম রাম
সঙ্গে তোমার আছে কে, কুল কুল থামাবে যে….
হঠাৎ যদি ফেটে পড়ো ডালিম ফলের দানার মতো
কে তোমাকে রাখবে ঢেকে শান্ত শীতল আঁচল মেলে….
কুল! কুল! কুল! মেজাজ কুল! কুল! কুল….
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ)
পিটি আই মুন্সীগঞ্জ।
কবি,প্রাবন্ধিকও কথা সাহিত্যিক